ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৬:৩০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

১০৫ বছরের ব্লগার ডাগনি কার্লসন!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪০ এএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

১০৫ পেরিয়েও দিব্বি ব্লগ লিখছেন সুইডেনের ডাগনি কার্লসন৷ তাতেই সবাই চমকে যাচ্ছে৷ আর তিনি বলেছেন, বুদ্ধিমান বুড়োমানুষও যে থাকতে পারে, সেটা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না৷

 

ডাগনির ব্লগ ফ্যানদের সংখ্যাও অগুনতি৷ তিনি বলেন, ভাবতেই পারি না মাত্র নয় দশ বছরের খুদের দল আমার লেখা পড়ে কমেন্ট লিখেছে৷

 

শতবর্ষের জন্মদিনে আত্মীয়রা ডাগনিকে একটি কম্পিউটার উপহার দেন৷ সেটা পেয়েই দ্রুত চালানো শিখে নিয়েছিলেন৷ তারপরেই ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ৷ বিভিন্ন সাইট ঘাঁটাঘাঁটি করা নিত্য অভ্যাসে পরিণত হতে বেশি দেরি হয়নি৷ ক্রমশ ব্লগ দুনিয়ায় প্রবেশ করেন ডাগনি৷ এরপরেই শুরু তাঁর চমকের৷

 


বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে এখন তিনি সুইডেনের একজন নামকরা ব্লগার৷ ব্লগ দুনিয়ায় তার থেকে সবাই বয়সে ছোট বলেই ধারণা৷ কারণ এত শতবর্ষ পার করে আর কেউ এত নেট দুনিয়া সড়গড় তারই খোঁজ মিলছে না৷

 

সকালে ঘুম থেকে ওঠার পর কফি আর খবরের কাগজ ছাড়া ডাগনি কার্লসনের চলে না৷ একশ পাঁচ বছর হয়ে গেলেও তাঁর জীবনীশক্তি বা জানবার ইচ্ছায় কিছুমাত্র ভাটা পড়েনি৷ জানিয়েছেন, কাল যে আমার মরণ হতে পারে, সেকথা ভাবি না৷ মৃত্যু তো আসবেই৷ ডাগনির কৌতূহলের বিষয় অনেককিছু৷ ছোট্ট ফ্ল্যাটের বাইরে কী ঘটছে তা জানতে দিনের অনেকটা সময় ইন্টারনেটেই কাটান ডাগনি৷ তখনই চলে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর ব্লগ লেখা৷

 

ডাগনি জানিয়েছেন, কম্পিউটার আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে৷ কম্পিউটার থাকায় আমার বান্ধবীদের সঙ্গে আলাপ করতে পারি৷ খবর পড়তে পারি৷ কম্পিউটার আমার খুব ভালো লাগে৷ একদিন যদি আমার ব্লগ না লিখি, তো সকলে সঙ্গে সঙ্গে ভাবে–আমি আর বেঁচে নেই৷

 

শুধু খবর পড়ে মজা নেই, তাই ডাগনি কার্লসন ব্লগ লিখতে শুরু করেছেন৷ তার নিজের ডিজিটাল ডাইরি লেখেন ডাগনি৷ নাম দিয়েছেন : ‘ব্লগা মেট মে’ অর্থাৎ আমার সঙ্গে ব্লগ করো৷ মজা করে জানিয়েছেন, ব্লগ লেখার সময় কোনও নির্দিষ্ট বিষয়বস্তুর দরকার নেই–যা প্রাণ চায়, তাই লিখতে পারি৷ কিন্তু আমার ১০৫ বছর বয়স না হলে সেদিকে কেউ তাকাত না৷

 

সুইডেনের প্রবীণদের পক্ষে আদর্শ হয়েছে ডাগনির ব্লগ৷ বিভিন্ন অনুষ্ঠানে তাকে সম্মান জানানো হচ্ছে৷ এতে খুব খুশি ১০৫ বছরের ডাগনি৷ প্রায় ২,০০০ ইউরো পরিমাণ পুরস্কারের অর্থ ডাগনি তার অাগামী জন্মদিনের পার্টির জন্য খরচ করবেন বলে স্থির করেছেন৷